শামীম ওসমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
টুইট ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দাদার বাড়ি এবং আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বুলডোজার ‘বায়তুল আমান’ ভবনের পূর্বপাশে অবস্থান নেয়। সাতটার সময় কয়েকজন যুবক ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পূর্বপাশ থেকে ভবনটি ভাঙা শুরু হয়। ফটক ভেঙে বুলডোজার ভেতরে ঢুকে পুরো স্থাপনাটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
এর আগে দ্বিতীয় তলার বারান্দায় থাকা যুবকরা আগুন ধরিয়ে দেন।
ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শামীম ওসমানের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে উল্লাস করেন। আশপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ সেই দৃশ্য উপভোগ করেন।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানায়, “আমাদের এ শহরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী শামীম ওসমানের চিহ্ন থাকবে না। তাদের সব চিহ্ন ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, যাতে করে এই বাংলায় আর কোনো স্বৈরাচারের উত্থান না হয়।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান জানান, বিএনপির কেউ ভবন ভাঙচুর করেনি। এটা কারা করেছে তা জানা নেই।
‘বায়তুল আমান’ ভবনটি শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন ছিল এবং এটি আওয়ামী লীগের জন্মস্থানের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল এবং সেখানে কেউ বসবাস করতেন না।
এর আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘বায়তুল আমান’ ভবনটি ভাঙচুর করা হয়েছিল, তবে ধসিয়ে দেওয়া হয়নি। এবার একেবারেই ধসিয়ে দেওয়া হলো।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।