প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

টুইট ডেস্ক: অন্তর্বর্তী সরকার গঠনের পর, আরও দুটি সংস্কার কমিশন-জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের প্রধানেরা এই প্রতিবেদন অধ্যাপক ইউনূসের কাছে তুলে দেন, যা সম্পর্কে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এই প্রতিবেদন দুটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে গৃহীত হয়েছে।