নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
বিশ্ব ডেস্ক : আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক দলগুলোর ডাকা সমাবেশ সংঘর্ষে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ঢাকার মার্কিন ও যুক্তরাজ্য দূতাবাস। তাই নিরাপদে চলাচলের স্বার্থে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র তাদের বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে।
মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ এসব সমাবেশ সংঘর্ষে পরিণত হতে পারে। তাই বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে যুক্তরাজ্য সরকারও তাদের নাগরিকদের রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলতে এবং ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় এ কথা বলা হয়।
ভ্রমণ ব্রিটিশ নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২৮ অক্টোবর ঢাকা এবং সারা দেশে রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ ও বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নিতে পারে।
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।