দুদকের হাতে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেপ্তার

টুইট ডেস্ক: প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার করেছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। গ্রেপ্তারের নেতৃত্ব দেন দুদকের পরিচালক আব্দুল মাজেদ।

৪ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার তথ্য প্রকাশ করেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। এজাহার সূত্রে জানা যায়, আলমগীরের নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। এই ধারা অনুযায়ী, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়।

২০২৩ সাল থেকে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া এলসি (লেটার অব ক্রেডিট) খুলে বিদেশে অর্থ পাচার করেছেন, যা যন্ত্রপাতি আমদানির নামে সম্পন্ন হয়।