আশিক হ’ত্যা মামলায় আনিসুল হক ৩ দিনের রি’মান্ডে
টুইট ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে আশিক মিয়া নামে এক শ্রমিককে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন রিমান্ড মঞ্জুর করেন।
আনিসুল হক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৬৫ জনের নাম এ মামলায় উল্লেখ রয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে মামলার আসামিরা ছাত্র জনতার উপর হামলা করে।
এসময় তাদের ছোড়া গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক আশিক মিয়া। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ২২ আগষ্ট সোনারগাঁ থানায় মামলা দায়েন করেন।
এ মামলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে শুনানিতে আদালত তা মঞ্জুর করেন। জিজ্ঞেসাবাদে শ্রমিক আশিক হত্যা মামলার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসবে জানায় আদালতের পাবলিক প্রসিকিউটর।
এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।