বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
টুইট ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম মল্লিক জানান, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রথমবারের মতো বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
পুনর্নিয়োগ পেয়ে ২০২৪ সালের ১৬ মে তিনি আবারও চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১০ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।
এরপর, গত বছরের ৯ অক্টোবর আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এবং ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করা হয়।
বর্তমানে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।