জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতি: থানা-উপজেলায় কমিটি গঠন
টুইট ডেস্ক : জাতীয় নাগরিক কমিটি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে বড় পরিসরে কাজ করে যাচ্ছে।
এর অংশ হিসেবে দেশের আরও ৯০টি থানা ও উপজেলায় নতুন প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই সম্প্রসারণের ফলে এখন পর্যন্ত দেশের মোট ২৫৭টি থানা ও উপজেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গঠিত এই কমিটিগুলোর মধ্যে তিনটি ঢাকা মহানগরীর চারটি থানায় এবং বাকি ৮৬টি দেশের অন্যান্য থানা-উপজেলায় গঠিত হয়েছে।
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ কমিটি গঠনের পর জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ১৮৭ জন (ঢাকায়) এবং ৩০ হাজার ২৮৪ জন (ঢাকার বাইরে)।
সম্প্রতি যেসব থানা ও উপজেলায় কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য:
– নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৫৫ সদস্য
– ঢাকার নবাবগঞ্জ থানায় ১৬২ সদস্য
– মাদারীপুর সদর থানায় ৬১৪ সদস্য
– রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২১১ সদস্য
– পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২০ সদস্য
– যশোর সদর থানায় ৪৮১ সদস্য
– বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ২৬৯ সদস্য
– পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০৯ সদস্য
– ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৫৪ সদস্য
– নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩৯৫ সদস্য
– লালমনিরহাটের পাটগ্রাম থানায় ৫৬ সদস্য
এছাড়াও, দেশের বিভিন্ন উপজেলায় আরও অসংখ্য প্রতিনিধি কমিটি গঠিত হয়েছে, যা সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন সেল ও উইং গঠন করেছে। এ পর্যন্ত গঠিত সেলগুলোর মধ্যে রয়েছে:
– ডায়াস্পোরা সেল ১৫ সদস্য
– ক্রাইসিস রেসপন্স সেল ৬ সদস্য
– রাজনৈতিক কর্মশালা সেল ৯ সদস্য
– সংস্কৃতি সেল ৯ সদস্য
– নারী বিষয়ক সেল ৬ সদস্য
– আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেল ৮ সদস্য
– আইন সেল ১০ সদস্য
– পরিবেশ ও জলবায়ু সেল ৬ সদস্য
– গণমাধ্যম সেল ৮ সদস্য
এছাড়া, প্রকৌশলী উইং, আইটি উইং, আইনজীবী উইং, ব্যাংকার্স উইং গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও দেশের বিভিন্ন জেলায় তাদের সাংগঠনিক কাঠামো সম্প্রসারণ করছে। এ পর্যন্ত গঠিত হয়েছে ৩০টি জেলা, ৫টি মহানগর, ৮টি থানা, ২টি বিশ্ববিদ্যালয়, ৩টি কলেজ এবং ১টি পলিটেকনিক ইনস্টিটিউটে কমিটি।
সদস্য সংখ্যা: মোট ৮ হাজার ৪২১ জন।
কেন্দ্রীয় নেতৃত্ব-
– আহ্বায়ক: হাসনাত আবদুল্লাহ
– সদস্যসচিব: আরিফ সোহেল
– মুখ্য সংগঠক: আবদুল হান্নান মাসউদ
– মুখপাত্র: উমামা ফাতেমা
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বিস্তৃতি দেশের সাংগঠনিক রাজনীতিতে নতুন গতিশীলতা নিয়ে আসবে। কেন্দ্র থেকে গ্রাম পর্যায় পর্যন্ত এই কমিটি গঠন দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে