উন্নয়নের নামে অর্থ আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজহারির

টুইট ডেস্ক: জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি সম্প্রতি চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত একটি তাফসির মাহফিলে বক্তব্য প্রদান করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এই মাহফিলে তিনি দেশের উন্নয়নের নামে অর্থ লোপাটের সমালোচনা করে বলেন, যারা এই ধরনের চুরির সাথে জড়িত, ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের হাত কেটে দেওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, “উন্নয়নের নামে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা চুরি হয়েছে। ইসলামি শরিয়াহ মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত।”

পিলখানা ট্রাজেডির প্রসঙ্গ টেনে আজহারি বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ছয় মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন, সেই মেয়ে বর্তমানে ১৭ বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশব, কৈশোর এবং তারুণ্য তার বাবা দেখেননি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেকদলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক, আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই।”

ইসলামি সমাজ কল্যাণ পরিষদ ২৯ বছর ধরে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে। এ বছরের মাহফিল শুরু হয় গত সোমবার (২৭ জানুয়ারি) রাতে। শুক্রবার পঞ্চম ও শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারি।

জনপ্রিয় এই ইসলামি বক্তার বয়ান শুনতে শুক্রবার সকাল থেকে প্যারেড ময়দানে জনতার ঢল নামে। জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধারণের ঠাঁই ছিল না। লোকজন প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।