গাজীপুরে শেখ রেহানা পরিবারের বিলাসবহুল বাংলোবাড়ি: দুদক
বাংলোবাড়ি ‘টিউলিপ টেরিটরি’ নামে পরিচিত
টুইট ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরে শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন চারটি বিলাসবহুল বাংলোবাড়ি ও রিসোর্টের সন্ধান পেয়েছে। এর মধ্যে একটি বাংলোবাড়ি ‘টিউলিপ টেরিটরি’ নামে পরিচিত, যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে নামকরণ করা হয়েছে।
দুদক এই সম্পত্তিগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে, যেখানে শেখ রেহানা, তার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং আরও একজন অন্তর্ভুক্ত রয়েছেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, গাজীপুরের কানাইয়া এলাকায় শেখ রেহানার পরিবারের সদস্যদের একাধিক রিসোর্ট ও বাংলোবাড়ি রয়েছে, যা মূলত তাদের অবসর সময় কাটানোর জন্য নির্মিত হয়েছে। এছাড়া, শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগও রয়েছে।
দুদক এই অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।
দুদক জানিয়েছে, শেখ রেহানার পরিবারের সদস্যরা রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট বরাদ্দ নিয়েছেন। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।