সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দুর্নীতির মামলায় গ্রেপ্তার

টুইট ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) একই আদালতে সাধন চন্দ্রকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য ২৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, “সাধন চন্দ্র মজুমদার জামিনে মুক্তি পেলে তার দখলীয় সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, জামিনে থাকলে তিনি মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন।” তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালতের আদেশের ফলে এখন থেকে সাধন চন্দ্র মজুমদারকে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো। দুদকের দায়ের করা মামলার তদন্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে এ আদেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।