বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে ভিসিদের নির্দেশনা

টুইট ডেস্ক: আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে ‘গুচ্ছ’ পদ্ধতি বহাল রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরিন এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেন।

পত্রে বলা হয়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমাতে ২০২০ সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করা হয়। গত শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে।

তবে সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে সরে গিয়ে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়।
এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

পত্রে আরও উল্লেখ করা হয়, গুচ্ছ পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা একাধিক স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, গুচ্ছ পদ্ধতিতে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হয় এবং এটি শিক্ষার্থীবান্ধব একটি কার্যক্রম।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গুচ্ছ পদ্ধতির কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে। তবে এই পদ্ধতি নিয়ে যে অসুবিধাগুলো সৃষ্টি হয়েছে, তা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি বাতিল করে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে পড়ে। এরপর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে ভিসিদের এ নির্দেশ দেওয়া হয়।