ঢাকায় চীনের সরকারি হাসপাতাল নির্মাণে সম্মতি
চীনে চিকিৎসার জন্য বাংলাদেশিদের বিকল্প ব্যবস্থা, এদেশে সরকারি হাসপাতাল নির্মাণে সম্মতি
ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতীয় ভিসা সমস্যা নিয়ে পড়া বাংলাদেশি রোগীদের জন্য চীন ঢাকার নিকটবর্তী কুনমিংয়ে দুটি থেকে তিনটি হাসপাতাল মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এ তথ্য তার সাম্প্রতিক চীন সফরের ফলাফল সম্পর্কে রোববার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, “ভারতে ভিসা সমস্যার কারণে আমরা বিকল্প গন্তব্য খুঁজছিলাম। চীনের কুনমিংয়ে হাসপাতাল মনোনীত করার মাধ্যমে চিকিৎসা সেবা পেতে বাংলাদেশি রোগীরা উপকৃত হবে।”
এছাড়া, চীন সরকার ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে সরকারি মালিকানাধীন জমিতে একটি বৃহৎ সরকারি হাসপাতাল নির্মাণে সম্মতি দিয়েছে। তিনি জানান, এই হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশ দ্রুত জমি প্রদান করবে। সরকারি হাসপাতাল স্থাপন ছাড়াও, চীনের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে একটি তৃতীয় স্তরের হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও তৈরি করা হয়েছে।
উপদেষ্টা চীনের কর্তৃপক্ষকে ভিসা প্রক্রিয়া সহজ করার এবং বাংলাদেশি রোগীদের জন্য ভিসা ফি কমানোর অনুরোধ করেছেন। তিনি আরো জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে ঋণের সুদের হার কমানোর এবং ঋণ পরিশোধের সময়কাল ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
চীনের সঙ্গে বাংলাদেশি ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় তার সফরে, যেখানে তিনি চীনা পক্ষকে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণের বিষয়ে ঢাকার বিশেষ উদ্বেগ জানায়। চীনা পক্ষ এই বিষয়ে বাংলাদেশে জলপ্রবাহের ওপর প্রভাব না ফেলবে বলে আশ্বস্ত করেছে।
এর পাশাপাশি, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘ইয়ালুজাংবু-যমুনা’ নদীর ওপর জলবিদ্যুৎ সম্পর্কিত তথ্য বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।