চীন বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: ডা. শফিকুর রহমান

টুইট ডেস্ক: চীন-বাংলাদেশ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করছে।

রোববার (২৬ জানুয়ারি) গাজীপুরে “লং লিভ ফ্রেন্ডশিপ” এর আয়োজনে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ সময় তিনি চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে চীনের কারিগরি সহায়তা এবং নানাবিধ সহযোগিতার প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “চীনের সাহায্যে আমাদের সড়ক, রেল এবং বিদ্যুৎ খাতসহ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন হয়েছে। চীন আমাদের অকৃত্রিম বন্ধু এবং তাদের সরকারি ও বেসরকারি উদ্যোগ দুদেশের সম্পর্কের মাইলফলক হিসেবে পরিগণিত হয়।”

তিনি চীন সরকারের প্রতি আহ্বান জানান যে, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো উচিত, যাতে সম্পর্ক আরও দৃঢ় হয়।

এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ২০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট দেওয়া হয়।

এ অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মী ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

#চীন #বাংলাদেশ #উন্নয়ন #জামায়াত #শফিকুর_রহমান #শীতবস্ত্র #খাদ্য_সামগ্রী #মৈত্রী #পদ্মা_সেতু