কোর্টকে বিতর্কিত করবেন না: পরীমণিকে বিচারকের সতর্কবার্তা

টুইট ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।

আজ, সোমবার (২৭ জানুয়ারি) সকালে পরীমণি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এর আগে, ২৬ জানুয়ারি পরীমণি আদালতে হাজির না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এ সময় আদালতে বিচারক বলেন, “আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না।” তিনি আরও বলেন, “মামলার বিষয়টি জামিনযোগ্য, তবে বিচারাধীন বিষয়ে আদালত থেকে আগে কথা বলা কতটুকু যৌক্তিক?” বিচারক পরীমণির আইনজীবীকে সতর্ক করে বলেন, “আপনি কোর্ট অফিসার, ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখবেন।”

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানিতে বলেন, “গতকাল (২৬ জানুয়ারি) চার্জ শুনানি ছিল, তবে পরীমণি অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আজ তিনি আত্মসমর্পণ করেছেন এবং জামিনের প্রার্থনা করছি।”

২০২১ সালের ৯ জুন, সাভারের বোট ক্লাবে পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল পান করেন এবং পরীমণি নাসির উদ্দিন মাহমুদকে উদ্দেশ্য করে গালমন্দ ও হুমকি দেন। এক পর্যায়ে, পরীমণি নাসিরের দিকে সারভিং গ্লাস এবং মোবাইল ফোন ছুঁড়ে মারেন, যার ফলে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে, ১৪ জুন ২০২১ পরীমণি নাসির উদ্দিন মাহমুদসহ আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেন। তবে পুলিশের তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া, পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে এবং এরই মধ্যে এই মামলার শুনানি চলছে।

এদিকে, পরীমণির জামিনের পরবর্তী শুনানি ২০ মার্চ ২০২৫ নির্ধারণ করা হয়েছে, সেদিন সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

#পরীমণি #জামিন #আত্মসমর্পণ #বিচার #কোর্ট #সংবাদ #মামলা #ঢাকা