নাসির উদ্দিন মাহমুদের মামলায় পরীমণির জামিন

টুইট ডেস্ক: আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫: চিত্রনায়িকা পরীমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরীমণি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে প্রবেশের সময় হাসতে হাসতে তাকে দেখা যায়।

জানা গেছে, পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারিত ছিল, তবে অসুস্থ থাকার কারণে তিনি আদালতে হাজির হননি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করে। আদালত সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন এবং আগামী ২০ মার্চ ২০২৫ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের অভিযোগের ভিত্তিতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় বলা হয়, পরীমণি এবং তার সহযোগীরা অ্যালকোহল সেবন করে বিভিন্ন নামীদামি ক্লাবে গিয়ে পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করার চেষ্টা করতেন এবং দাবির মুখে পুলিশকে মিথ্যা মামলার ভয় দেখাতেন।

২০২১ সালের ৯ জুন, রাত ১২টার পর পরী ও তার সহযোগীরা বোটক্লাবে ঢোকেন এবং বোটক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদকে অশ্লীল অঙ্গভঙ্গি ও হুমকি দিয়ে গালমন্দ করেন। এক পর্যায়ে নাসিরের দিকে সারভিং গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারলে তার মাথায় ও বুকে আঘাত লাগে।

এ ঘটনায় ধামাচাপা দেয়ার জন্য পরীমণি ১৪ জুন ২০২১ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। তবে পুলিশ তদন্তে কোনো ধর্ষণ বা হত্যাচেষ্টার প্রমাণ পায়নি।