ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, অবস্থান কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের
টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে সাত কলেজের পরীক্ষাও। এদিকে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সাত পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।
একইদিন ঢাবি উপাচার্যের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের এক জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের আহ্বান করবো, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, আগামীকাল কোনো ক্লাস–পরীক্ষা হবে না।
এর আগে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন। রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক দেখে ঘটনাস্থল ছেড়ে গেছে বিজিবি।