ঢাবি-সাত কলেজ সংঘর্ষ: শিবির সভাপতির শান্তির আহ্বান

টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নীলক্ষেত মোড় এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ অবস্থায় ঢাবি শিক্ষার্থীদের সংঘাতে জড়াতে নিষেধ করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই সাত কলেজ সংক্রান্ত বিষয় সমাধান করতে দিন। সংঘাত সম্ভাব্য সমাধানকে আরও জটিল করে তুলবে।”

সাত কলেজ শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের অসদাচরণের প্রতিবাদ জানিয়ে তার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। তারা ঢাবি ভিসিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেয়।

রাত ১১টা ৪০ মিনিটের দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এবং ঢাবি শিক্ষার্থীরা স্যার এ এফ রহমান হলের সামনে লাঠি নিয়ে অবস্থান নেয়। দুপক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের মূল কারণ সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসদাচরণ। আন্দোলনকারীরা সাত কলেজকে পৃথক প্রতিষ্ঠানে পরিণত করার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।