এসকে সুরের লকারে মিলল কোটি টাকার সম্পদ

১ কেজি স্বর্ণ, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার ইউরো এবং ৭০ লাখ টাকার এফডিআর উদ্ধার

টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) গোপন লকার খুলে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে লকার থেকে এক কেজি স্বর্ণ, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার ইউরো এবং ৭০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়েছে।

দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান অভিযানের পর জানান, এস কে সুরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যের ভিত্তিতে আদালতের অনুমোদন নিয়ে এ অভিযান চালানো হয়। লকারে থাকা সম্পদ নিয়ে ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করে তা আদালতে উপস্থাপন করা হবে। জব্দকৃত সম্পদ বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে এস কে সুরের বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দ করে দুদক। এ সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে একটি লকার থাকার তথ্য পাওয়া যায়। পরে জানা যায়, এটি মূলত সেফ ডিপোজিট লকার, যেখানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মূল্যবান সামগ্রী সংরক্ষণ করতে পারেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসাইন খান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী লকার খুলে পাওয়া সম্পদ সরকারের কোষাগারে জমা দেওয়া হবে। আদালত পরবর্তী যে সিদ্ধান্ত দেবে, তা পালন করা হবে।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে দুদকের সাত সদস্যের একটি দল লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সালেহা নুরের উপস্থিতিতে লকার খুলে দীর্ঘ ১০ ঘণ্টার তল্লাশি শেষে এসব সম্পদ জব্দ করা হয়।

এস কে সুরকে তার সম্পদের হিসাব দেওয়ার জন্য আগেই নোটিশ দিয়েছিল দুদক। তবে তিনি কোনো জবাব না দেওয়ায় তার সম্পদের উৎস তদন্তে অভিযান চালানো হয়। এখন এই সম্পদের বৈধতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।