৭ কলেজের দাবিতে উত্তাল ঢাকা, অবরোধ অব্যাহত
ঢাকা অচল করতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ ঘোষণা
টুইট ডেস্ক: সাত কলেজের শিক্ষার্থীরা আজ (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানানো হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রো-ভিসির সঙ্গে পাঁচ দফা দাবিতে আলোচনার সময় তার ‘অশোভন আচরণে’ ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এরপর প্রো-ভিসির ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দিলেও সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা রাত ১১টায় প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি ধাওয়ার জেরে সংঘর্ষ শুরু হয়। নিউমার্কেট এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলাকালীন পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে।
সংঘর্ষে এখন পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সাতজন আহতের মধ্যে সবার পরিচয় জানা গেছে, যাদের সবাই ঢাবি শিক্ষার্থী। এদিকে, নিউমার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
শিক্ষার্থীরা সকল পরীক্ষা বয়কট করার পাশাপাশি রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।