ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ: ৭ কলেজের সব পরীক্ষা স্থগিত
টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের আজকের (২৭ জানুয়ারি) সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪৪ মিনিটে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক এ কে এম ইলিয়াসের সুপারিশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।
সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. তানভীর আহমেদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের কথিত অশোভন আচরণের অভিযোগের জেরে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীরা প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে গেলে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ঢাকা কলেজের অধ্যক্ষ সাত কলেজের পরীক্ষার স্থগিতাদেশের জন্য আবেদন জানান।
সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রো-ভিসির এই দ্বন্দ্ব দীর্ঘদিনের বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষের বহিঃপ্রকাশ। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।