রাবির স্থগিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি
টুইট ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার স্থগিত প্রাথমিক আবেদন আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি এবার ৫৫ টাকা থেকে কমিয়ে ২২ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করেছে প্রশাসন।
পরীক্ষার সময়সূচি:
ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১২ এপ্রিল, ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
– ‘বি’ ইউনিট (বাণিজ্য): ১২ এপ্রিল
– ‘এ’ ইউনিট (মানবিক): ১৯ এপ্রিল
– ‘সি’ ইউনিট (বিজ্ঞান): ২৬ এপ্রিল
প্রত্যেকটি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক আবেদন শেষে, চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে:
– প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা ১১-১৫ ফেব্রুয়ারি আবেদন করতে পারবেন।
– দ্বিতীয় ধাপ ১৮-২০ ফেব্রুয়ারি।
– তৃতীয় ধাপ ২৩-২৪ ফেব্রুয়ারি।
গত ২ জানুয়ারি, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য সালেহ্ হাসান নকীব ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন। ফলে ৫ জানুয়ারি থেকে প্রাথমিক আবেদন শুরুর কথা থাকলেও পোষ্য কোটার জটিলতার কারণে আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, ভর্তি উপ-কমিটি পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে।