রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কার, ছাত্রদলকে শোকজ
টুইট ডেস্ক: রাজশাহীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার এবং ছাত্রদলের এক সাবেক নেতাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম মিলনকে তার পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “তার কোনো ধরনের অপকর্মের দায় বিএনপি বহন করবে না। দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।”
এছাড়া, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির কাছে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগ সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বহিষ্কার ও শোকজ সংক্রান্ত সিদ্ধান্তগুলো রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা এবং সদস্য সচিব মামুনুর রশীদ মামুন কর্তৃক অনুমোদিত এবং কার্যকর করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপি জানিয়েছে, দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত কার্যক্রম এড়াতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।