জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের বিভিন্ন সেক্টরে চাকরির ঘোষণা
টুইট ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের কারাগারের বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হবে।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন নম্বর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারের বন্দিদের স্বজনদের সহায়তার জন্য ০৯৬১২০২১৬৯০ নম্বরে হটলাইন চালু করা হয়েছে। এই হটলাইনে ফোন করে বন্দি সম্পর্কিত তথ্য যেমন-অবস্থান, হাজিরা, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার সময়সূচি, শারীরিক অবস্থা, প্যারোল সম্পর্কিত তথ্য এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই হটলাইন সার্বক্ষণিক খোলা থাকবে।
জুলাই-আগস্ট বিপ্লবে জেলখানা ভেঙে পালানো কয়েদিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭০০ জন কয়েদি এখনও বাইরে রয়েছে। তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি আরও বলেন, “তদন্ত সঠিকভাবে হচ্ছে এবং এর কোনো ঘাটতি নেই। শীর্ষ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারের বন্দি সংখ্যা বেশি হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দি সংখ্যা বেশি থাকায় কিছু সমস্যা হতে পারে। তবে প্রশাসন এর সমাধানে তৎপর।”
অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের সালাম গ্রহণ করেন। এরপর কারাগারের বিভিন্ন সেকশন, রান্নাঘর, মক্তব, হাসপাতাল এবং বন্দিদের সেল পরিদর্শন করেন। বন্দিদের সঙ্গেও কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপ-কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, এবং কেন্দ্রীয় কারাগারের জেলার একেএম মাসুম। এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।