শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাও দিতে হবে: ডিএমপি কমিশনার

টুইট‌ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেবল পড়াশোনা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। সততা, নম্রতা, গুরুজনকে শ্রদ্ধা করা এবং অন্যায় বা দুর্নীতির পথে না যাওয়ার শিক্ষা দিতে বাবা-মা ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির বিকল্প নেই।

শনিবার (২৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “বাচ্চাদের ছোট ভুলগুলো ধরিয়ে দিন, তা না হলে ছোট ভুল থেকে বড় ভুলের জন্ম হতে পারে। পাশাপাশি, বাচ্চারা কার সঙ্গে মিশছে সেদিকেও নজর দিতে হবে।”

শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাসের হার মাত্র ১০ শতাংশ। অথচ এসব শিক্ষার্থী স্কুলের পরীক্ষায় ৯৫ থেকে ১০০ নম্বর পাচ্ছে। আমাদের সন্তানদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে।”

তিনি আরও বলেন, “শারীরিক ও মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা প্রয়োজন। একইসঙ্গে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শেখাও জরুরি। বিশ্বায়নের যুগে ইংরেজি শেখার বিকল্প নেই।”

গত জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেক ছাত্র-ছাত্রী এতে হতাহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

ডিএমপি কমিশনার বলেন, “দেশ গড়তে হলে ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার বিকল্প নেই।”