কক্সবাজার সাবেক ডিসি ও জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টুইট ডেস্ক: কক্সবাজারে মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি ও নথিপত্র পরিবর্তনের অভিযোগে এই আদেশ দেন কক্সবাজার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন

সাবেক জেলা প্রশাসক: মো. রুহুল আমিন

সাবেক জেলা ও দায়রা জজ: সাদিকুল ইসলাম তালুকদার

আইনজীবী: মোস্তাক আহমদ চৌধুরী

জেলা প্রশাসকের নাজির: স্বপন কান্তি পাল

স্টেনোগ্রাফার: মো. জাফর আহমদ

২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণের সময় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

দুদকের তদন্তে জানা যায়, জেলা প্রশাসক মো. রুহুল আমিনের নাম বাদ দিয়ে কাগজপত্রে নানা জালিয়াতি করা হয়। নথিতে বাদীর জাল স্বাক্ষর এবং অন্যান্য জালিয়াতির বিষয়টি সিআইডি হস্তলিপি বিশারদের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

মামলার নথি পরিবর্তন করতে জেলা প্রশাসক ও জেলা জজ নানা কৌশল অবলম্বন করেন। প্রধান আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাফর আলমকে ১ নম্বর আসামি করা হয়। নথিতে পরিবর্তন, কাটাছেড়া ও ঘষামাজা করে বিষয়টি দুদকে পাঠানো হয়।

২৩ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদক সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন গত ১ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়ার আবেদন জানানো হয়।

এই ঘটনায় মামলার বাদীপক্ষসহ সংশ্লিষ্ট মহল বিচারের দাবি জানিয়েছেন।