ভারতের পার্লামেন্টে বিশৃঙ্খলা: জেপিসি বৈঠকে ১০ এমপি বহিষ্কার

টুইট ডেস্ক: জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠক চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে ভারতের পার্লামেন্টের ১০ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের ওয়াকফ অ্যাক্ট ১৯৫৫-এর ৪৪ ধারার প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে জেপিসির বৈঠকে বিরোধী দলের ১০ পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হয়। শুনানিতে হট্টগোলের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত সদস্যদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি এবং এআইএমআইএ’র আসাদুদ্দিন ওয়াইসি রয়েছেন। এছাড়া কংগ্রেসের মোহাম্মদ জাভেদ, ডিএমকের এ রাজা, কংগ্রেসের নাসির হোসেন, সমাজবাদী পার্টির মোহিবুল্লাহ, ডিএমকের এম আব্দুল্লাহ, শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) অরবিন্দ সাবন্ত, তৃণমূলের নাদিমুল হক ও কংগ্রেসের ইমরান মাসুদ তালিকায় অন্তর্ভুক্ত।

জেপিসির বৈঠক শুরু হয় শুক্রবার বেলা ১১টায়। এ সময় বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত পরিবর্তনের খসড়া পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ তোলেন এবং হট্টগোল শুরু করেন। এ কারণে বৈঠক বারবার মুলতবি করা হয়।

তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন, “আমরা বারবার ৩০ ও ৩১ জানুয়ারি বৈঠকের অনুরোধ করেছিলাম, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে। দিল্লি নির্বাচনের কারণে তাড়াহুড়োর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

জম্মু ও কাশ্মীরের ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধিদলের মতামত শোনার কথা থাকলেও, বিজেপি ওয়াকফ সংশোধনী বিল দ্রুত পেশের জন্য চাপ দিয়েছে বলে বিরোধী দলের অভিযোগ।

‘ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল-২০২৪’ নিয়ে আগেও জেপিসির বৈঠকে বিরোধ দেখা দিয়েছিল। গত বছরের অক্টোবরেও তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি এবং বিজেপির অভিজিৎ গাঙ্গুলীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

এ ঘটনা ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিরোধী দলের অভিযোগ, জেপিসি বৈঠক ও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ক্ষমতাসীন দলের তাড়াহুড়ি এবং রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।