বিএসএফের হাতে বাংলাদেশি কিশোর আটক, প্রতিবাদে ভারতীয় কৃষক ধরে এনে বিজিবির কাছে সোপর্দ

টুইট ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্তবর্তী এলাকায় আজ (শুক্রবার) সকালে উত্তেজনাপূর্ণ একটি ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি এক কিশোরকে ধরে নিয়ে গেলে এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে ফেরত দেওয়া হয়।

বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশি কিশোর মো. আলামিন (১৫) তার কৃষি জমিতে কাজ করছিল। এ সময় বিএসএফের ছয় সদস্যের একটি দল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে ঢুকে তাকে মারধর করে এবং জোরপূর্বক ভারতে নিয়ে যায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন ক্ষুব্ধ হয়ে প্রতিবাদস্বরূপ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায় (৪৫)-কে তার জমি থেকে ধরে এনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে সোপর্দ করেন।

ঘটনার পরপরই সীমান্তে উত্তেজনা বিরাজ করতে থাকে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য দিনাজপুর ৪২ বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষই নিজেদের নাগরিককে ফেরত দেয়।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, “৫ জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল। বিএসএফ তাদের সহযোগী মনে করে আলামিনকে আটক করেছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। পতাকা বৈঠকের মাধ্যমে আলামিনকে ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারতীয় নাগরিক নারায়ণ চন্দ্র রায়কেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। তবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্রুত পদক্ষেপে আজকের ঘটনা দ্রুত সমাধান হয়েছে।

সীমান্ত অঞ্চলের এ ধরনের ঘটনার ফলে দুই দেশের সম্পর্ক এবং স্থানীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।