বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট

টুইট ডেস্ক: বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করার উদ্যোগ নিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু জানিয়েছেন, প্রতিষ্ঠানটি স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা করছে।

স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটাতে স্যাটেলাইট সেবা

ভিওন লিমিটেড এমন সব এলাকায় স্যাটেলাইটভিত্তিক সংযোগ দিতে চায়, যেখানে স্থলভিত্তিক নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব নয়।

পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান এবং উজবেকিস্তানে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

ভিওনের সিইও ক্যান তেরজিওগ্লু বলেন, “বন্যা বা জ্বালানি সংকটের মতো দুর্যোগময় পরিস্থিতিতে স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা পূরণে স্যাটেলাইটভিত্তিক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে” ।

ভিওনের ইউক্রেনের সহযোগী প্রতিষ্ঠান কিইভস্টার পিজেএসসি ইতোমধ্যেই স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি করেছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে স্যাটেলাইট-টু-সেল টেক্সট মেসেজ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এর পরে ভয়েস এবং ডেটা সেবা অন্তর্ভুক্ত করা হবে (সূত্র: দাভোস সম্মেলন)।

যেকোনো স্যাটেলাইট সেবা চালুর জন্য স্পেকট্রাম বরাদ্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ব্যয়বহুল এবং সহজলভ্য নয় বলে উল্লেখ করেছেন ক্যান তেরজিওগ্লু। তবে ভিওনের লক্ষ্য কম সেবা-প্রাপ্ত বাজারগুলোতে টেলিকম সংযোগ প্রদান এবং ধীরে ধীরে আর্থিক সেবা ও বিনোদনের মতো খাতে সম্প্রসারণ।

উল্লেখ্য, ভিওন লিমিটেড বাংলালিংকের মূল মালিক প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের ৫১.৯% শেয়ারের মালিক।