বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট: বিজিবি অধিনায়ক

স্থানীয় এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু সমাধান ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

টুইট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, সীমান্ত রক্ষায় বিএসএফকে শায়েস্তা করতে বিজিবিই যথেষ্ট।

তিনি বলেন, “প্রতিরোধ আমাদের প্রথম কাজ। প্রয়োজনে ১৮ কোটি মানুষ যুদ্ধ করবে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন দিতে প্রস্তুত।”

বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি স্থানীয়দের সহায়তায় কাজ করছে। “কেবল ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে ঝুঁকি নিবেন না। কারও প্রয়োজন হলে আমাদের জানালে আমরা সহায়তার ব্যবস্থা করব,” বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সম্প্রতি বিএসএফের সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের ফসল ও আমগাছ কেটে নেয়। এতে বাধা দিলে বাংলাদেশিদের ওপর হামলা চালায় তারা।

স্থানীয় এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু সমাধান ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।