বিশ্বব্যাংকের জ্বালানি খাতে অতিরিক্ত ৩ কোটি ডলার অর্থায়ন
- পূর্বাঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন ত্বরান্বিত হবে
- জ্বালানি খাতে বাংলাদেশে নতুন অগ্রগতি
টুইট ডেস্ক: বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩৮ টাকা ধরে)।
এই অর্থ জ্বালানি খাতের উন্নয়ন এবং পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে ব্যয় হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।
‘এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন’ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এ প্রকল্প বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটি (এসইউএফ) তহবিল থেকে ২০১৮ সালের ১০ এপ্রিল প্রকল্পটির জন্য মূল ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। প্রাথমিকভাবে ৪৫০.৬৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হয়। তবে কোভিড-১৯ মহামারির সময়ে অন্যান্য জরুরি প্রকল্পে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ স্থানান্তরিত হওয়ায় প্রকল্পে কিছুটা আর্থিক ঘাটতি দেখা দেয়। সফল বাস্তবায়ন নিশ্চিত করতে এ বছর অতিরিক্ত ৩ কোটি ডলার ঋণ সহায়তা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ঋণের শর্তাবলী অনুযায়ী, ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। সুদের হার ধরা হয়েছে ১.২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০.৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ প্রযোজ্য থাকলেও চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কমিটমেন্ট ফি দিতে হবে না।
অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে পূর্বাঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো উন্নত হবে, যা বাংলাদেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে। এ প্রকল্প সফল বাস্তবায়নের মাধ্যমে শিল্পায়ন, নগরায়ণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।