বিনামূল্যে বিতরণের ৯ হাজার পাঠ্যবইসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১

টুইট ডেস্ক: শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় বিনামূল্যে বিতরণের এক ট্রাক পাঠ্যবইসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। এ ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মাইদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার ধাতিয়া পাড়া এলাকা থেকে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই বোঝাই ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে মাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ট্রাকটিতে ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিতের মোট ৯ হাজার বই ছিল।

জানা গেছে, বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, “উদ্ধারকৃত বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। এগুলো অন্য কোনো জেলার বরাদ্দের বই হতে পারে।”

শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য প্রেরিত বইগুলো পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”