চট্টগ্রামে জেলা পরিষদ-ওয়াসার তিন কর্মকর্তা গ্রেফতার
- জমির খাজনা ও পানির বিল আত্মসাৎ
- ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ
টুইট ডেস্ক: চট্টগ্রামে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা পরিষদ ও চট্টগ্রাম ওয়াসার তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্তরা হলেন চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম এবং চট্টগ্রাম ওয়াসার ডাটা এন্ট্রি অপারেটর মো. আজমির হোসেন অভি ও মিঠুন ঘোষ।
জেলা পরিষদের জমির খাজনার টাকা আত্মসাত
জেলা পরিষদের মালিকানাধীন জমির ইজারার ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আত্মসাতের অভিযোগে সার্ভেয়ার ইমতেয়াজ নাঈমকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়। দুদক সূত্রে জানা যায়, ইমতেয়াজ ২০১৫ সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫টি জমা রসিদ বই ব্যবহার করে ইজারার টাকা আদায়ের দায়িত্বে ছিলেন। তবে, এসব রসিদ বইয়ের মাধ্যমে আদায় করা টাকা সোনালী ব্যাংকের কোর্টহিল শাখায় জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ বুধবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকেলে ইমতেয়াজকে গ্রেফতার করে। দুদক চট্টগ্রামের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন লাভলু জানান, তাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
চট্টগ্রাম ওয়াসার পানির বিল আত্মসাত
অন্যদিকে, চট্টগ্রাম ওয়াসার ২১ লাখ ৭ হাজার ৮৬২ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির আইসিটি সার্কেলের দুই ডাটা এন্ট্রি অপারেটর মো. আজমির হোসেন অভি ও মিঠুন ঘোষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা পানির বিলের টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাৎ করেছেন।
গত মঙ্গলবার চকবাজার থানা পুলিশ ওয়াসা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে। পরে তাদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই আত্মসাতের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।