এস কে সুর চৌধুরীর লকার জব্দ ও অর্থ ট্রেজারিতে জমার নির্দেশ
এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে আদালতের কঠোর পদক্ষেপ
টুইট ডেস্ক: দুর্নীতির মামলায় গ্রেপ্তারকৃত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর পরিবারের লকার জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁর ধানমন্ডির বাসা থেকে জব্দ করা ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তাঁর দুটি মুঠোফোন ফরেনসিক পরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত ১৯ জানুয়ারি দুদক, সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালায়। ওই অভিযানে ১৬ লাখ ২৫ হাজার টাকা, প্রায় ৪ কোটি টাকার সঞ্চয়পত্র, এবং বিমার দলিল উদ্ধার করা হয়।
এর আগে ১৪ জানুয়ারি, সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
২০২২ সালে আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।