লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা: এক ছাদের নিচে সমন্বিত সেবা
টুইট ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল “দ্য ক্লিনিক”-এ চলছে। তাঁর চিকিৎসা পদ্ধতি নিয়ে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ নিশ্চিত করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন রোগের জন্য পৃথক চিকিৎসা কার্যক্রম এক ছাদের নিচে সমন্বিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
চিকিৎসা কার্যক্রম সমন্বিত করার জন্য ১৭ জানুয়ারি, শুক্রবার, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে হার্ট, কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত।
জাহিদ হোসেন বলেন, “লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের মেডিকেল টিমের পরামর্শে চিকিৎসা কার্যক্রমকে আরও উন্নত এবং সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
মেডিকেল বোর্ড সর্বশেষ পরীক্ষা-নীরিক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং নতুন কিছু পরীক্ষা-নীরিক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার বয়স এবং স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।
জাহিদ হোসেন আরও জানান, পরবর্তী কয়েক দিনের মধ্যে নতুন বিশেষজ্ঞরা তাঁকে দেখবেন। বর্তমান চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণ করে আরও উন্নত সমাধান খোঁজা হচ্ছে।
৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন এবং হিথরো বিমানবন্দর থেকে সরাসরি দ্য ক্লিনিক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাঁকে সমন্বিত ও উন্নত চিকিৎসা প্রদানে সচেষ্ট। ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে একাধিক রোগের চিকিৎসা একই ছাদের নিচে পরিচালনার এই উদ্যোগ তাঁর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।