বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে কৃষকদের জন্য বিশেষ বিধান
টুইট ডেস্ক: সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও মালদা সেক্টরে দুই দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই বিধি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার কৃষক ছাড়া অন্য কোনো ব্যক্তি সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশ করতে পারবে না।
বৈঠকটি বুধবার (২২ জানুয়ারি ২০২৫) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
বৈঠকে দুই পক্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়।
সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞা; সীমান্ত এলাকায় বাংলাদেশি এবং ভারতীয় কৃষকদের প্রবেশের অনুমতি থাকবে, তবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না।
সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান; যেকোনো সীমান্ত সমস্যার ক্ষেত্রে উভয় বাহিনী আলোচনা এবং সমন্বয়ের মাধ্যমে সমাধান করবে।
গুজব প্রতিরোধ; মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো বন্ধ এবং সঠিক তথ্য প্রচারে দুই পক্ষ সম্মত হয়েছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধ; সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে স্থানীয় জনগণকে সচেতন করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উভয় দেশের জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজিবি-বিএসএফের এই বৈঠক পারস্পরিক সহযোগিতা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। সীমান্ত এলাকায় সংঘাত এড়ানো এবং অপরাধ দমনে এই সিদ্ধান্তগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।