ইসলামী আন্দোলন বাংলাদেশ: নতুন সূচনা বরিশালে
বরিশাল থেকে নতুন ইসলামী আন্দোলন শুরু, ছড়িয়ে পড়বে সারা দেশে
টুইট ডেস্ক: জামায়াতে ইসলামী বরিশাল মহানগর ও জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান। বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং গণহত্যার বিচার দাবি করেন।
ড. শফিকুর রহমান বলেন, “আগে জুলাই-আগস্টে গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন উঠবে।” তিনি আওয়ামী লীগকে “খুনের সিন্ডিকেট চক্র” হিসেবে আখ্যা দিয়ে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর কথা বলেন। জামায়াত নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হলেও সরকার প্রকাশ্যে গণহত্যা চালিয়েছে, এমন অভিযোগ করেন তিনি।
ড. শফিকুর রহমান বরিশালের উন্নয়ন নিয়ে বলেন, “ভোলার গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। বরিশাল থেকে ভোলায় একটি সেতু তৈরি করতে হবে।” তিনি বরিশালবাসীর সকল দাবি পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেন, “যদি আল্লাহ সুযোগ দেন, আমি বরিশালের সকল দাবি পূরণ করার চেষ্টা করব।”
বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “ঈদগাহ মাঠে সম্মেলন হওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সকল বাধা উপেক্ষা করে এই অনুষ্ঠান সফল হয়েছে।” তিনি জামায়াতের নেতাদের ওপর যে চক্রান্ত হয়েছে, তার প্রতিকার চান।
সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য দেন অসিম কুমার হালদার, যিনি বলেন, “এ দেশের হিন্দু সম্প্রদায় শান্তি চায়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমাদের খোঁজ রেখেছেন, এবং আমাদের এলাকার ওপর ৫ আগস্টের পর কোনো হামলা হয়নি। আমরা শান্তি চাই, আমরা কারো কাছে মাথা বিক্রি করব না।”
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বরিশাল থেকে নতুন করে ইসলামী আন্দোলন শুরু হয়ে তা দেশের ৫৬ হাজার বর্গমাইল ছড়িয়ে যাবে। নতুন এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ।”
বক্তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ত্যাগের রাজনীতি প্রয়োজন বলে মত প্রকাশ করেন।