৩৩ লাখের প্রকল্পে ২৬ লাখের দুর্নীতি: খুলনায় দুদকের অভিযান
টুইট ডেস্ক: খুলনায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদক (দুর্নীতি দমন কমিশন) অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনার জোড়াগেট এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে এই অভিযান পরিচালিত হয়।
প্রকল্পটির বাজেট ছিল ৩৩ লাখ টাকা। এর মধ্যে ২৬ লাখ টাকার কাজের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক জানায়, সিভিল এবং মেকানিক্যাল দুই বিভাগের কাজেই নিম্নমানের এবং পুরাতন সরঞ্জাম ব্যবহারের প্রমাণ মিলেছে। এছাড়াও, কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল প্রদান, পরিত্যক্ত গোডাউনের ইট ব্যবহার, এবং স্ক্রাব মালামাল কালোবাজারে বিক্রির প্রস্তুতির মতো অভিযোগও উঠেছে।
দুদকের খুলনা অঞ্চলের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ জানান, প্রকল্পটির ৭টি আইটেমের মধ্যে ৫টি ছিল স্বল্পমূল্যের মেরামতের কাজ এবং দুটি মেকানিক্যাল কাজ। মোট ২৬-২৭ লাখ টাকার মেকানিক্যাল কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মেরামতের কাজেও ব্যাপক অনিয়ম ধরা পড়েছে।
দুদক জানায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় দুদকের কর্মকর্তাদের পাশাপাশি গণপূর্ত এবং সড়ক বিভাগের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
এই ঘটনার মাধ্যমে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।