শেখ হাসিনাসহ বাংলাদেশিদের বের করার দাবি শিবসেনার
সঞ্জয় রাজারাম রাউত (জন্ম: ১৫ নভেম্বর ১৯৬১, আলিবাগ, মহারাষ্ট্র) ভারতের শিবসেনা (ইউবিটি) দলের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি মহারাষ্ট্র রাজ্যের রাজ্যসভার সদস্য হিসেবে ভারতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন এবং ২০০৪ সাল থেকে এই পদে অধিষ্ঠিত আছেন।
বিশ্ব ডেস্ক: ভারতের শিবসেনা এমপি সঞ্জয় রাউত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “যদি হামলাকারী বাংলাদেশি হন, তবে এর জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী। এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব। তাই তার পদত্যাগ করা উচিত।”
সঞ্জয় রাউত আরও বলেন, “ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এবং এই প্রক্রিয়া শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, অথচ তারা আতঙ্ক সৃষ্টি করছে।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি তাদের পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে বাধা দেয়। তিনি মন্তব্য করেন, “বিজেপি আন্তর্জাতিক সম্পর্কের অজুহাতে আমাদের থামায়। অথচ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনের কারণে এখন এসব বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন।”
সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শেহজাদ বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, চুরির উদ্দেশে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে তিনি। কিন্তু বাড়িতে সাইফ উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন। এতে সাইফ মারাত্মক আহত হন।
এই ঘটনার সূত্র ধরে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বাংলাদেশিদের ভারতে অবস্থান নিয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন।