যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ সমর্থনের কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, “আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত।”
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলমান সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক ঐকমত্য গঠনের প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির শুরুর দিকেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐকমত্যের প্রত্যাশা করছেন।
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হবে ‘ঐক্য’। সরকার এ ক্ষেত্রে কেবল সহযোগী ভূমিকা পালন করবে। “আমার কাজ হচ্ছে ঐকমত্য গড়ে তোলা। আমি কোনো আইডিয়া চাপিয়ে দিচ্ছি না,” বলেন ড. ইউনূস।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবে সম্মত হলে সরকার তাদের জুলাই চার্টারে স্বাক্ষর করার আহ্বান জানাবে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সরকার সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বৈঠকে দুই পক্ষ মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং ঢাকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।