গিয়াস আহমেদ: শেখ হাসিনার শাসনে বগুড়ায় উন্নয়ন হয়নি
টুইট ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ অভিযোগ করেছেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনে বগুড়ায় উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় এই সময়কালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন থেমে ছিল।
১৮ জানুয়ারি, গাবতলীতে ‘কমল ও জিয়া’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গিয়াস আহমেদ আরও বলেন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিমানবন্দর এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন ধরে সরকারের অদৃশ্য নীতির কারণে ফাইলবন্দি হয়ে পড়ে আছে।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বগুড়াবাসীর ওপর নয়, দেশের সব মানুষের ওপর অত্যাচার ও অন্যায় করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এসব অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন।