বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
টুইট ডেস্ক: ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন ২০০ জনেরও বেশি আসামি। এই আসামিরা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত বা যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি।
রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শুরু হয় সকাল ১১টায়। আসামিপক্ষের আইনজীবী সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে, রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের অনুরোধ জানায়। যুক্তি-তর্ক শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে মেজর সৈয়দ মো. ইউসুফ সাক্ষ্য দেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর রায় ঘোষণা হয়। এতে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন, এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। পাশাপাশি ২৭৮ জন খালাস পান।
বিস্ফোরক মামলায় ২০১০ সালে ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হলেও হত্যাকাণ্ডের মামলা অধিক গুরুত্ব পাওয়ায় এই মামলার বিচার স্থগিত হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পরে জামিনের মাধ্যমে মামলাটির অগ্রগতি দেখা যাচ্ছে।
হত্যা মামলার হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ১৮৫ জনের যাবজ্জীবন, এবং ২২৮ জনের বিভিন্ন মেয়াদের সাজা বহাল রাখা হয়।
বিস্ফোরক মামলায় বিচার ঝুলে থাকায় অনেক আসামির মুক্তি আটকে রয়েছে।
বিদ্রোহের ঘটনায় পুনঃতদন্তের দাবি উঠেছে এবং সরকার এ বিষয়ে একটি কমিশন গঠন করেছে।
বিডিআর বিদ্রোহের মতো জাতীয় ট্র্যাজেডি নিয়ে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলেও এ মামলার সমাধানের প্রতি সকল পক্ষের নজর রয়েছে।