ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সং’ঘর্ষ, ওসিসহ আহত ৬ পুলিশ
টুইট ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের সময় ওসিসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
শনিবার (১৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। রোববার (১৯ জানুয়ারি) সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংঘর্ষ থামাতে গিয়ে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলীসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে এ মামলাটি দায়ের করেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম।
আসাদুজ্জামান বলেন, এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মিরাকান্দা ও সলিথায় পুলিশের অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় দুটি দোকান ও একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৭ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।