খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন, লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত এখনো হয়নি
টুইট ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন পরিবর্তন আনা হয়েছে। লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় গভীর রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে তার চিকিৎসার সব রিপোর্ট পর্যালোচনা করা হয়। বোর্ডের এক সদস্য জানান, তার শারীরিক জটিলতা মূলত হার্টে। তবে কেন এমনটি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নতুন পরীক্ষার মাধ্যমে বিস্তারিত জানা সম্ভব হবে।
মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়া লন্ডনের তীব্র ঠাণ্ডার সঙ্গে পুরোপুরি খাপ খাওয়াতে পারেননি। তার বয়স ৭৯ বছর হওয়ায় স্বাস্থ্যের প্যারামিটার ওঠানামা করছে। দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত থাকার ফলে তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। তবে আশার কথা হলো, বড় কোনো উদ্বেগের কারণ নেই।
বোর্ড সদস্য আরও জানান, লিভার প্রতিস্থাপন এখনো সিদ্ধান্তের পর্যায়ে আসেনি। রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসার পাশাপাশি পরিবারের সান্নিধ্য
লন্ডন ক্লিনিক থেকে রান্না করা খাবার সরবরাহ করছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। দীর্ঘদিন হাসপাতালে থাকার ফলে খালেদা জিয়া ক্লিনিকের পরিবেশে কিছুটা বিরক্তিবোধ করছেন এবং বাসায় যেতে চাচ্ছেন।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ক্লিনিকের সামনে দাঁড়িয়ে তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তার লিভার ও হার্টের সমস্যাগুলোর রিপোর্ট এখনো সম্পূর্ণ আসেনি। রিপোর্ট হাতে আসার পরই লিভার প্রতিস্থাপনের মতো বড় সিদ্ধান্ত নেওয়া হবে।