জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) সকালে অ্যাডভোকেট ড. জিয়াউর রহীম শাহীন-এর নিজ বাসভবনে এক তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. জিয়াউর রহীম শাহীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. জিয়াউর রহীম শাহীন সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়।
ড. জিয়াউর রহীম শাহীনকে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং দায়িত্ব পালনে সহযোগিতার অঙ্গীকার করা হয়।