সীমান্তে উত্তেজনা, দুঃখ প্রকাশ করল বিএসএফ
টুইট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের আম গাছ কেটে নেওয়ার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) দ্রুত পদক্ষেপ নিয়ে এ ঘটনা প্রতিহত করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ তাদের দুঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সীমান্তের ১৭৭ এর ৩এস পিলারের কাছে বাংলাদেশি কিছু আম গাছ কেটে নেয় বিএসএফ। এ ঘটনায় দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা শূন্যরেখায় অবস্থান নেয়।
বিজিবি তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।
বিকেল ৪টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, “আমাদের চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি স্থানে থাকা বাংলাদেশি আম গাছ কাটার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। বৈঠকে বিএসএফ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বিজিবি সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং স্থানীয় জনগণকে শূন্যরেখা অতিক্রম না করার নির্দেশনা দিয়েছে। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “আমরা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি। উত্তেজনাকর পরিবেশ প্রশমনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশপ্রেমিক জনগণের সহযোগিতা আমাদের আরও শক্তিশালী করেছে।”
বিএসএফের দুঃখ প্রকাশ ও প্রতিশ্রুতির পর সীমান্তে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।