গুম-হত্যায় পছন্দ শেখ হাসিনার: রিজভী
টুইট ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তার শাসন ধরে রাখতে গুম, গুপ্ত হত্যা এবং ক্রসফায়ারের মতো অমানবিক পন্থা অত্যন্ত পছন্দ করতেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে মানুষ হিসেবে গণ্য করেননি। তার শাসনামলে হামলা-মামলার পাশাপাশি নির্বিচারে গুলি চালানোর মাধ্যমে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কথা বললেই তাকে ‘পাপী’ মনে করে নির্যাতন চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের পক্ষে কথা বলার সাহস দেখিয়েছে, তাদের অনেককেই হত্যা করে নদী, নালা, খাল-বিলে ফেলে দেওয়া হয়েছে। শেখ হাসিনার রক্তের মধ্যেই নিষ্ঠুরতা রয়েছে।”
শেখ মুজিবের শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, “শেখ মুজিব সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। পাঠ্যবই থেকে ইতিহাস মুছে ফেলার পাশাপাশি সাহিত্যিক ও ইতিহাসবিদদের দিয়ে মিথ্যা ইতিহাস রচনা করিয়েছিলেন।”
তিনি আরও দাবি করেন, “স্বাধীনতার প্রকৃত ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস বিকৃত করতে চেয়েছিল তারা। শেখ হাসিনা ও তার পরিবারের লুটপাটের প্রতি লোভ ছিল প্রবল। বাংলাদেশকে তারা লুটপাটের খনি মনে করেছে, যেন কিয়ামতের আগ পর্যন্ত তারা আরামে বসবাস করতে পারে।”
বিএনপি নেতা রিজভী শেখ হাসিনার গত সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ এনে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।