সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে মা*মলা

টুইট ডেস্ক: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৩৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে আহত মতিউর রহমান নামের এক যুবক কালিয়াকৈর থানায় গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগষ্ট সকাল ১০ টার দিকে মতিউর রহমানসহ দুই-তিন হাজার ছাত্র জনতা সফিপুর বাজার থেকে মিছিল নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। মিছিলটি আনসার একাডেমীর ৩নং গেটের সামনে পৌছালে মামলার অভিযুক্ত আসামীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আনসার বাহিনীর সহযোগিতায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে। তাদের ছোড়া গুলিতে বাদির পায়ে হাতে লেগে মারাত্বক রক্তাত্ত জখম হয়।

পরবর্তীতে ঢাকা পঙ্গুহাসপাতালে চিকিৎসা নেন বাদি। তার অবস্থার উন্নতি না হলে ঢাকা পঙ্গুহাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ট করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভূক্ত ছামান নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।