চট্টগ্রামে সই জাল করে ৭৫ একর জায়গা আত্মসাতের চেষ্টা

টুইট ডেস্ক: চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার সই জাল করে ৭৫ একর জমি আত্মসাতের চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন চট্টগ্রাম ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হাটহাজারী উপজেলার ফতেহাবাদ এলাকার এক ব্যক্তি, সাহেব মিয়া, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সই জাল করে দক্ষিণ পাহাড়তলী মৌজার ৫০ একর এবং চিকনদণ্ডী মৌজার ২৫ একর জমি (মোট ৭৫ একর) ভুয়া মালিক সেজে আত্মসাৎ করার চেষ্টা করেন।

অভিযুক্ত ব্যক্তি ভুয়া ছাড়পত্র তৈরি করে জমিগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করছিলেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, “আমার সই জাল করে জমি আত্মসাতের বিষয়ে থানায় মামলা করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে।”

জালিয়াতি করা ছাড়পত্রটি গতকাল বুধবার চট্টগ্রাম ওয়াসার অফিসে আসলে কর্মকর্তাদের সন্দেহ হয়। যাচাই করে দেখা যায়, সিল, সই এবং অফিস স্মারকসহ সবকিছু ভুয়া। চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই জমিগুলোর মালিক শুধুমাত্র ওয়াসা এবং জমি বিক্রির কোনো অনুমোদন দেয়া হয়নি।

চট্টগ্রাম ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম জানান, “পুরো জালিয়াতি চক্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এ ঘটনায় চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার এবং কোনো ভুয়া কাগজপত্রের প্রলোভনে না পড়ার অনুরোধ জানানো হয়েছে।