কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দহগ্রামে বিএসএফের নজরদারি

টুইট ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) শূন্য রেখায় কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দুপুরে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮-এর উপ-পিলার ৩৮ থেকে ৪৬ পর্যন্ত এক কিলোমিটার এলাকায় কাঁচের বোতল ঝুলানো হয়।

সন্ধ্যার পর বিএসএফ উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে মনিটরিং করছে এবং অস্ত্রসহ টহল জোরদার করেছে।

বিজিবির প্রতিক্রিয়া:

রংপুর ৫১ বিজিবির সহকারী পরিচালক ওমর খসরু জানান, বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ঘটনাস্থলে জনবল বৃদ্ধি করা হয়েছে। কাঁচের বোতল ঝুলানোর বিষয়ে তদন্ত চলছে।

৭ জানুয়ারি ধবলসুতি সীমান্তে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করেছিল বিএসএফ, যা বিজিবির বাধার মুখে সরিয়ে নেওয়া হয়।

১ জানুয়ারি একই এলাকায় কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা হলেও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়।

এই ধরনের কার্যক্রম সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।