চটপটি-খাবারের দোকানে এস আলমের ২৩৪ কোটি ঋণ
টুইট ডেস্ক: চট্টগ্রামের নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি চটপটির দোকান ও দুটি খাবারের দোকানের বিপরীতে ২৩৪ কোটি টাকা ব্যাংকঋণ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিক এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, একটি চটপটি ও দুটি খাবারের দোকানের বিপরীতে জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এস আলম গ্রুপ দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান। তবে চটপটির দোকান ও খাবারের দোকানকে ব্যবহার করে এত বড় অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগ আর্থিক খাতের ব্যবস্থাপনায় দুর্বলতা ও জালিয়াতির স্পষ্ট উদাহরণ বলে মনে করা হচ্ছে।
দুদক জানিয়েছে, বিষয়টি আর্থিক খাতে জালিয়াতির গুরুতর উদাহরণ হতে পারে। প্রাথমিক তথ্য যাচাই–বাছাই শেষে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের মাধ্যমে সত্যতা উদঘাটনে কাজ শুরু করবে সংস্থাটি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভূমিকা
অভিযোগে উঠে এসেছে যে, ব্যাংক কর্তৃপক্ষ সঠিক যাচাই-বাছাই ছাড়াই এত বড় অঙ্কের ঋণ মঞ্জুর করেছে। এটি ব্যাংকিং নীতিমালা লঙ্ঘনের শামিল।
দুদকের অনুসন্ধানের মাধ্যমে জালিয়াতি ও দুর্নীতির প্রকৃত চিত্র উদঘাটন করা হবে বলে আশা করা হচ্ছে।